আপনার জন্য full free website. !!!!! কি খবর সবাই ভাল আছেন নাকি ?????। আমি আপনাদের ছোট ভাই আবার হাজির হলাম ।
আজ আমি আপনাদের দেথাবো, কি ভাবে একদম ফ্রী তে ঝাক্কাছ একটা ওয়েব সাইট বানান যাই ।
এক দম সহজ উপাই এ । তেমন কোন ঝামেলা নেই শুধু কয়েকটাক্লিক করেই বানাতে পারেন আপনার একটি সুপার ওয়েব সাইট যাই হউক কাজের কথাই আসি এই সাইট টিতে অনেক কিছু ফ্রী তে পাউয়া যাবে। এখানে ক্লিক করুন এরকম একটা পেইজ আসবে তাতে ওয়েব সাইট এর নাম , আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিন।
তার পর আর বলতে হবে না আপনারাই পারবেন ।তবুও বলি আপনার ই-মেইল চেক করুন তাতে এই ওয়েব সাইট এর মেইল এর লিঙ্ক এ ক্লিক করে আকটিভ করুন।
এখন লগিন পেইজ এ সাইট এর নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে ডিজাইন শুরু করুন । এখানে ডিজাইন করতে Html, css,xml,java script,php,joomla,wordpress,html 5 কিছু জানা লাগবে না অনেক ডিজাইন এবং template এখানে সেট করাইআসে তাই no tention . এই ওয়েব সাইট ফিচার = ১। ২০০ MB hosting storage ।
২।৫০ ফ্রী template ।
৩। ঝাক্কাছ ডিজাইন ।
৪। ৫০০ ওয়েব header ।
৫। পরে এই সাইট তিকে .com .net .org .us .biz .mobi etc domin এ নেউয়া যাবে ।
৬। মাত্র ১০ doller খরচ করলেই ভাল domin & hosting করা যাবে।
৭। এতে সব রকমের ফাইল রাখা যাবে ।
৮। এই সাইট এর সারভার এর speed দেখলে মাথা খারাপ হয়ে যাবে ।
বি: দ্র: এই সাইট এ লিখা আসে এর মেয়াদ ২৯ দিন । কিন্তু problem নাই মেয়াদ সারা জীবন ।
৯।এতে আসে ৫ টি slide show effect । তার ভেতরে best এক হল pics এর উপর cursor ধরলেই pics টি bright show করবে ।